বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হোন্ডার জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভা। বিশ্বের বিভিন্ন প্রান্তে তিন কোটি মানুষ রোজ এই স্কুটার চালান। সম্প্রতি এই মাইলফলক ছুঁয়েছে হোন্ডা।
বাংলাদেশের পাশের দেশ ভারতে অটো শিল্পের ইতিহাসে এই পরিমাণ স্কুটার আজ পর্যন্ত কেউ বিক্রি করতে পারেনি। দেশের বেস্ট সেলিং শিরোপা অনেকদিন আগেই নিজের নামে করেছিল অ্যাক্টিভা। এবার ইতিহাস তৈরি করল স্কুটারটি।
এই ৭ বছরেই ২ কোটি নতুন গ্রাহকের কাছে গেছে স্কুটারটি। ২০০১ সালে ১০২ সিসি ইঞ্জিন নিয়ে পথে দৌড়ত হোন্ডা অ্যাক্টিভা। যদিও এখন ১১০ সিসি এবং ১২৫ সিসি এই দুই ইঞ্জিনের সঙ্গে বিক্রি হয় স্কুটার। বিগত দিনে নানা আপডেটও এনেছে কোম্পানি।
হোন্ডা অ্যাক্টিভা কেন এত জনপ্রিয়?
অত্যন্ত কম মেইনটেনেন্স, দুর্দান্ত মাইলেজ এবং আরামদায়ক রাইডিংয়ের জন্য সকলের প্রিয় স্কুটার হন্ডা অ্যাক্টিভা।
একটা সময় মধ্যবিত্তের এই আবেগ অনুভূতি পেয়েছিল বাজাজ চেতক। যদিও সময়ের অন্তরালে তা ফুরিয়ে গিয়েছে। বৈদ্যুতিক অবতারে বাজাজ চেতক হাজির হলেও সেই ভাবে নাম করতে পারেনি বাজারে।
অপরদিকে এখনও জ্বালানি চালিত ইঞ্জিনেই ভরসা রেখেছে হোন্ডা। পথেঘাটে ব্যাটারি চালিত স্কুটারের রমরমা বাড়লেও তাতে খুব একটা নাক গলায়নি জাপানি অটোমোবাইল কোম্পানিটি। কিন্তু জনপ্রিয়তা বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রেতাদের হতাশা।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, সেই সাদামাটা ডিজাইন রাখা হয়েছে স্কুটারে। বদল বলতে উনিশ থেকে বিশ। যেখানে প্রতিযোগীরা প্রায় এক সুবিধা সম্পন্ন মজবুত ও আকর্ষণীয় ডিজাইনের স্কুটার হাজির করে চলেছে।
হোন্ডা অ্যাক্টিভারও এবার একটা নতুন ফ্রেশ লুক দরকার। যদিও এই ব্যাপারে খুব একটা কি মনোযোগী প্রস্তুতকারক প্রতিষ্ঠান? কারণ এই ক্ষেত্রে বিশেষ হেল দোল দেখা যায়নি তাদের পক্ষ থেকে। যদিও আগামীদিনে বিক্রির চাবিকাঠি হাতে রাখতে অ্যাক্টিভাতেও পরিবর্তন আনতে পারে হোন্ডা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।