জুমবাংলা ডেস্ক: বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উচ্চ বেতন দিয়ে করা ‘নিজস্ব বেতন কাঠামো’ বাতিল করতে ব্যাংকটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। খবর ইউএনবি’র।
একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কমিয়ে আনার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে রুল জারি করা হয়েছে।
ব্যাংকের ছয় কর্মকর্তার দায়ের করা রিটের শুনানি নিয়ে রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এএম আমিন উদ্দিন।
জানা গেছে, নিজস্ব বেতন কাঠামোতে সরকারি অন্য ব্যাংকগুলোর তুলনায় অনেক বেশি বেতন-ভাতা পান বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এ স্বতন্ত্র বেতন কাঠামো বাতিল করে ব্যাংকের পরিচালনা পরিষদ।
১১ ডিসেম্বর অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৮৭তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে বর্তমানে ব্যাংকটিতে থাকা প্রায় ২ হাজার ১০০ কর্মকর্তা-কর্মচারী অন্য সরকারি ব্যাংকের মতো স্কেলে বেতন পাওয়ার কথা। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন ব্যাংকের ছয় কর্মকর্তা।
এর আগে, ২২ ডিসেম্বর বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিল এবং রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকের সব কর্মকর্তার বেতন কমিয়ে ব্যাংকটির মানবসম্পদ বিভাগ থেকে একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়, বেসিক ব্যাংক বিগত সাত বছর ধরে ক্রমাগত লোকসানে থাকায় ২০১৩ সালে প্রবর্তিত ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো ও অন্যান্য সুবিধাদি বাতিল করা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।