স্পোর্টস ডেস্ক : খেলায় লম্বা বিরতির পর বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বোলিংয়ে এত কিছুর ছাপ পাওয়া গেল না। কাটার, স্লোয়ারের সঙ্গে দারুণ লাইন-লেন্থ নিয়ে সেই পুরোনো মাশরাফিই ধরা দিলেন। ৪০২ দিন পর গতকাল প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন নড়াইল এক্সপ্রেস।
প্রত্যাবর্তনেও তারুণ্যের দীপ্তি নিয়ে হাজির মাশরাফি। মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে গতকাল বিপিএলের অষ্টম আসরে প্রথম ম্যাচ খেলেছেন তিনি। ইনজুরি কাটিয়ে ফেরা ডানহাতি এই পেসার ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন তিনি, যেখানে ছিল ৯টি ডট বল। সিলেট সানরাইজার্সের কাছে ম্যাচটা ঢাকা হেরেছে ঠিকই। কিন্তু বল হাতে উজ্জ্বল মাশরাফি। ম্যাচে ঢাকার সেরা বোলারও অভিজ্ঞ এই পেসার।
নতুন বলেই বোলিং করেছেন মাশরাফি। প্রথম ওভারে ৭ রান দিয়েছেন। নিজের দ্বিতীয় ওভারেই পেয়েছেন উইকেটের দেখা। অফ স্ট্যাম্পের বাইরে গুড লেম্হের বলটা জায়গা করে নিয়ে খেলেছিলেন লেন্ডল সিমন্স। কিন্তু তা লং অনে রুবেলের হাতে জমা পড়েছে। প্রথম স্পেলে তিন ওভারই বোলিং করেছিলেন তিনি। দ্বিতীয় স্পেলে যখন বোলিংয়ে এসেছেন, তখন সিলেট জয় থেকে মাত্র ৪ রান দূরে। ওভারের তৃতীয় বলে এনামুল হক বিজয়কে ফেরান মাশরাফি।
২০২০ সালের ১৮ ডিসেম্বরের পর ম্যাচ খেলতে নামা সাবেক এই অধিনায়কের বোলিংয়ে সন্তুষ্ট ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অগ্রজের এমন প্রত্যাবর্তনকে প্রেরণা হিসেবেই দেখছেন তিনি। গতকাল ম্যাচের পর মাশরাফির বোলিং নিয়ে রিয়াদ বলেন, ‘আমি মনে করি, এটা আমাদের জন্য অনেক বড় প্রেরণার। মাঠে ফিরতে নিজের ফিটনেস ও বোলিং স্কিল নিয়ে কঠোর পরিশ্রম করছিলেন। এক বছরেরও বেশি সময় পর মাঠে ফিরেছেন। শুরুতে উইকেট এনে দিয়েছেন আমাদের, দুটি উইকেট পেয়েছেন।’
দল হেরে যাওয়ায় মাশরাফি হয়তো প্রত্যাবর্তনের বোলিং নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলতে পারবেন না। তবে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার কার্যত শেষ হয়ে গেলেও নড়াইল এক্সপ্রেসের এই ফেরাটা খুশির জোয়ারে ভাসিয়েছে তার ভক্তদের। কারণ দিনটার অপেক্ষায় ছিল তার অগণিত ভক্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।