লাইফস্টাইল ডেস্ক : চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। সেইসঙ্গে বেড়েছে ভাইরাসে আক্রান্ত হওয়া নতুন রোগীর সংখ্যা, বড় হচ্ছে দেশের তালিকাও। সবশেষ অস্ট্রেলিয়া ও ফ্রান্সে এ ভাইরাসে আক্রান্ত রোগীর তথ্য জানা গেছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে চীনা কর্তৃপক্ষ করোনা ভাইরাসে ৪১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। আর আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার দুইশ ছাড়িয়েছে।
একদিন আগেও ভাইরাসে মৃতের সংখ্যা ছিল ২৬, আক্রান্তের সংখ্যা ছিল আট শতাধিক।
জেনে নিন এই ভাইরাস কতটা বিপজ্জনক এবং কীভাবে এর লক্ষণগুলি চিনবেনঃ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী করোনা ভাইরাস জুনোটিক। অর্থাত্ পশুর দেহ থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। তবে সম্প্রতি সী-ফুড খাওয়ার কারণেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। বর্তমানে আক্রান্ত মানুষের থেকে অন্য মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শ এলে কিংবা তার সঙ্গে হাত মেলালেও শরীরে বাসা বাঁধতে পারে করোনা ভাইরাস।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলো হল জ্বর, শ্বাসকষ্ট, কাশি। রোগ আরও বাড়লে কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। করোনা ভাইরাস মরণ ব্যাধি। ইতোমধ্যেই এই রোগে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ।
চীনের উহান শহরেই প্রথম এই ভাইরাস ধরা পড়ে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। তাই নিজেকে সাবধান রাখাই শ্রেষ্ঠ উপায়। অসুস্থ কারোর কাছাকাছি সুস্থ ব্যক্তির যাওয়া উচিত নয়। তাছাড়া বারবার সাবান দিয়ে হাত ধোয়া উচিত। নোংরা হাত চোখে-মুখ দেয়া যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।