বিনোদন ডেস্ক : ছয় বোকাকে নিয়ে শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সাথে আছে ফারুকীর শুটিং ইউনিট। রাস্তার মোড়, বাড়ির ছাদে, বাস স্ট্যান্ডে, লেকের পাড়সহ শহরের বিভিন্ন স্থানেই দেখা মিলছে পুরো ইউনিটের।
কিন্তু এই বোকারা কারা? তাদের নিয়ে এভাবে সারা শহর ঘোরাঘুরি করার কারণই বা কি?
এ প্রসঙ্গে গণমাধ্যমকে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ছয়জন বোকা নিয়ে কী করছি সেটা সময় হলেই জানতে পারবেন। আপাতত এই ছয় বোকাকে চালাক বানানোর চেষ্টা করছি। কারণ এই যুগে চোখ, কান খোলা না রাখলে চলে না। আগে ওদের একটু চালাক বানাই, পরে বিস্তারিত বলব।
অনুমান করা হচ্ছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই তারকা নির্মাতা নতুন একটি কাজের উদ্যোগ নিয়েছেন। যা দেখার জন্য শুধু সময়ের অপেক্ষা। নতুন কাজটি বিজ্ঞাপন, নাটক, চলচ্চিত্র নাকি ওয়েব সিরিজ তা জানা যাবে খুব দ্রুত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।