আমের মুকুল দেখে মুগ্ধ হচ্ছে সকলে। কিছুদিন আগে বৃষ্টি হওয়ায় বেশ ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋতুরাজ বসন্তের শুরুতে প্রকৃতিতে যেন নানা রঙ্গে আগুন লেগেছে ফাগুনে। শীতের খোলস ছাড়িয়ে নবরূপে সেজেছে বৃক্ষরাজি।
শুল্ক আবহাওয়ায় চারিদিকে নজর কাড়ছে সবুজের সমাহার। আর সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়েছে সোনালী রঙের আমের মুকুল। এই মুকুলের মৌ-মৌ সু-গন্ধে মুগ্ধ হয়ে উঠেছে পঞ্চগড়ের বোদা উপজেলার মানুষেরা।
গতকাল দেখা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের বাসা বাড়িতে রোপন করা আমগাছ গুলোতে ফুটেছে আমের মুকুল। শুধু বাসা বাড়িতেই নয়, অনেকেই বাণিজ্যিকভাবে চাষ করছেন আমবাগান। শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অফিসের সামনে দাঁড়িয়ে থাকা আমগাছেও দোলা দিচ্ছে মুকুল। এ উপজেলায় গত বছরের তুলনায় এ বছর প্রতিটি আমগাছে আশানুরুপ মুকুল এসেছে। এবার এসব মুকুল থেকে পরিপক্ক আম পাওয়ার আশায় এসব গাছগুলোতে ওষুধ প্রয়োগ সহ নানা মুখী পরিচর্যা শুরু করেছে।
চন্দনবাড়ি ইউপির রুবেল হোসেন জানান, আম গাছ নেই এমন কোন বাড়ি নেই এ উপজেলায়। শুধু আমের মুকুলেই নয় কাঁঠাল, লিচু, লেবু প্রভৃতি গাছের ফুলের গন্ধে চারিদিকে সুভাষ বইছে।
উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, এ উপজেলার মাটি আম চাষের জন্য বিশেষ উপযোগী৷ অনেকে বাণিজ্যিকভাবে আম চাষ করছেন৷ তাদের বাগানে ভালো মুকুল হয়েছে। তারা যেন লাভবান হতে পারে-সেই লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।