মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বোরকা কিনতে মুক্তাগাছায় গেলে তিন যুবক ওই কিশোরীকে তুলে নিয়ে ধ’র্ষণ করে। এ ঘটনায় দুজনকে আ’টক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
ধ’র্ষণের শিকার মাদ্রাসাছাত্রী জানায়, গত মঙ্গলবার বিকেলে সে বোরকা কিনতে মুক্তাগাছায় যায়। বোরকা কেনার পর বাড়িতে ফেরার জন্য সিএনজি খোঁজার সময় পূর্বপরিচিত ওবাইদুলের সঙ্গে তার দেখা হয়। ওবায়দুলও একই এলাকায় যাওয়ার কথা বললে ওই কিশোরী তার সঙ্গে সিএনজিতে ওঠে।
ভুক্তভোগী কিশোরী আরও জানায়, ওই সময় সিএনজিতে কালো বোরকা পরা আরও একজন ছিল। সিএনজি ভিন্নপথে চলতে শুরু করলে সে চিৎকার শুরু করে। এ সময় বোরকা খুলে এক যুবক তার মাথায় পিস্তল ধরে বলেন, চিৎকার করলে মেরে ফেলব। এরপ তাকে বোররচর ইউনিয়নে নির্জন এক বাড়িতে নিয়ে যান তারা। সেখানে শাকিল, ওবাইদুল, নাঈম তাকে দলবেঁধে ধর্ষ’ণ করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন বুধবার সকালে ওই তিনজন ওই ছাত্রীকে একটি গাড়িতে তুলে বাড়ি পাঠিয়ে দেন।
ভুক্তভোগী ছাত্রী বাড়ি ফিরে বিষয়টি তার মা-বাবাকে জানালে তারা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।