স্পোর্টস ডেস্ক: ব্যাটসম্যানরা যেমন ফ্রি-হিটের সুবিধা পান তেমনি বোলারদের জন্যেও ফ্রি-বল চান রবিচন্দ্রন অশ্বিন! কোনও বোলার বোলিং করার সময় যদি নন-স্ট্রাইক ব্যাটসম্যান দাগ ছেড়ে বের হয়- তাহলে সেই বোলারের জন্য ফ্রি-বল চাইছেন ভারতের এই স্পিনার। এই ফ্রি-বলে ব্যাটসম্যান আউট হলে সেই দলের পাঁচ রান কর্তন করার ব্যাপারে পরামর্শ তার!
টুইটারে অশ্বিন লিখেছেন, বোলারদের জন্যেও ফ্রি-বল থাকুক। ব্যাটসম্যান যদি সেই বলে আউট হয়, তাহলে ব্যাটিং দলের পাঁচ রান কর্তন করা হোক।
ব্যাটসম্যানদের জন্য ফ্রি হিট নাটকীয়তার সুযোগ করে দেয়। এবার বোলারদেরকেও সেই সুযোগ দেয়া হোক। বোলারদের মেরে রান তোলা হবে, এজন্য এখন সবাই খেলা দেখে!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলারকে ‘মানকাড’ আউট করে সমালোচিত হয়েছিলেন সেই আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা অশ্বিন। এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তিনি।
আসর শুরুর আগেই দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং জানিয়েছেন এই বিষয়ে অশ্বিনকে সতর্ক করবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, আমি তার সঙ্গে সর্বপ্রথম মানকাড আউট নিয়ে কথা বলব।
পন্টিং এমন মন্তব্য করার কয়েকদিন পরই এই ব্যাপারে আবারও মুখ খুললেন ভারতের অন্যতম সেরা এই স্পিনার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।