স্পোর্টস ডেস্ক: আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব নেওয়ার মাত্র তিনদিনের মাথায় পদত্যাগ করেছেন চামিন্দা ভাস। সোমবার (২২ ফেব্রুয়ারি) পদত্যাগের ঘোষণা দেন সাবেক লঙ্কান পেসার।
ক্যারিবিয়ান সফরে দলের সাপোর্ট স্টাফের সদস্য হিসেবেও থাকবেন না বলে বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
লঙ্কান দল ক্যারিবিয়ান সফরে যাওয়ার ঠিক করা সূচির ঘণ্টাখানেক আগে পদত্যাগ করেন ভাস। তার এমন হঠাৎ ও অদায়িত্বসুলভ কারণে ব্যথিত হয়েছে বলে এক বিবৃতিতে জানায় এসএলসি।