আন্তর্জাতিক ডেস্ক : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভার ধীরে ধীরে ছেলেমেয়ের হাতে তুলে দিচ্ছেন মুকেশ আম্বানি। আগেই এর ইঙ্গিত দিয়েছিলেন। সোমবার, রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় তা আরও স্পষ্ট করলেন মুকেশ আম্বানি। অবশ্য এটা আগে থেকেই প্রত্যাশা করেছিলেন সকলে।
আম্বানির তিন সন্তান- কন্যা ইশা, পুত্র আকাশ এবং অনন্ত। ইতিমধ্যেই তাঁরা রিলায়েন্স গোষ্ঠীর বিভিন্ন ব্যবসায় পরিচালকের পদে রয়েছেন।
এদিন মুকেশ জানান, আকাশ এবং ইশা যথাক্রমে জিও এবং রিটেইলের নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেছেন। তিনি বলেন, আকাশ ও ইশা প্রথম থেকেই আমাদের কনজিউমার ব্যবসার সঙ্গে জড়িত। অনন্তও আমাদের নিউ এনার্জি ব্যবসায় যোগদান করেছে। অনন্ত তার বেশিরভাগ সময়টাই জামনগরে কাটাচ্ছেন, বলেন মুকেশ আম্বানি।
গত জুনে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান মুকেশ আম্বানি। বড় ছেলে আকাশ, তখন টেলিকম ব্যবসার হাল ধরেন। অন্যদিকে রিলায়েন্স রিটেলের বর্তমান ডিরেক্টর ইশা আম্বানিকে এবার সংস্থার দায়িত্ব দেওয়া হল।
এদিন মুকেশ আম্বানি ইশা আম্বানিকে রিটেল ইউনিটের ‘লিডার’ বলে অভিহিত করেন। এদিন ইশা আম্বানি হোয়াটসঅ্যাপে গ্রোসারি অর্ডার, টাকা লেনদেনের বিষয়ে একটি প্রেজেন্টেশন দেন। তিনি জানান, রিলায়েন্স রিটেল শীঘ্রই FMCG (ফাস্ট মুভিং কনজিউমার গুডস) ব্যবসা চালু করবে।
দুবাইয়ের সবচেয়ে দামি বাড়িটি ছোট ছেলের জন্য কিনলেন মুকেশ আম্বানি, যা আছে সেই বাড়িতে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।