
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে মরুর দেশে পাড়ি জমিয়েছিলেন টাইগার বাহিনী। কিন্ত চরম ব্যর্থতার খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। বিশ্বকাপ মিশনের শুরুতে স্কটল্যান্ডে কাছে পরাজয়ের মাধ্যমে শুরু করে শেষ হলো আরও বাজেভাবে। মাত্র ৭৩ রানে গুটিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হলো ৮ উইকেটে। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর কি ব্যাখ্যা দেবেন সেটাই যেন বুঝে উঠতে পারছিলেন না টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
নিজেদের ব্যাটিং দৈন্যতার কথা স্বীকার করে টাইগার ক্যাপ্টেন বলেন, ‘যখন পারফরম্যান্স এমন (বাজে) হয়, তখন বেশি কিছু বলা কঠিন। আমাদের অনেক দিকে নজর দিতে হবে। বিশেষ করে আমাদের ব্যাটিংয়ে।’
ব্যাটিং উইকেটে খেলেও বাংলাদেশের ক্রিকেটাররা ভুগেছেন রান খরায়। কিন্তু কেন? দেশে ফিরে সেই কারণটাই খুঁজে বের করবে দল। মাহমুদউল্লাহ জানালেন তেমনটাই, ‘আমরা যে উইকেটগুলোতে খেলেছি তা ব্যাটিংয়ের জন্য সেরাদের মধ্যে অন্যতম। বাংলাদেশে ফিরে গিয়ে কী ভুল হয়েছিল তা আমাদের খুঁজে বের করতে হবে।’
পাওয়ারপ্লের সুবিধাটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। কারণটাও জানালেন অধিনায়ক, দলে যে হার্ড হিটার নেই, টি-টোয়েন্টি ক্রিকেট আপনার পাওয়ারপ্লে কাজে লাগাবে হবে। বিশেষ করে যখন আমাদের হার্ড হিটার নেই। এগিয়ে যাওয়ার জন্য মোমেন্টাম প্রয়োজন, কিন্তু আমরা তা একেবারেই পাইনি।’
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে আর প্রস্তুতি পর্বে অনুশীলন ম্যাচ জেতাটা জরুরি ছিল দলের জন্য। মাহমুদউল্লাহ বলেন, ‘বিশ্বকাপে খেলার আগে (বিশ্বকাপের প্রস্তুতি পর্বে), আমাদের কিছু জয় দরকার ছিল। পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে সব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। কিন্তু সেটা আমরা করতে পারেনি। এবং আমাদের এ নিয়ে কাজ করতে হবে।’
ভরাডুবির পরও মাহমুদউল্লাহ প্রত্যাশা করছেন সমর্থকরা তাদের সমর্থন দিয়ে যাবে। সঙ্গে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে না পারার আক্ষেপও ঝরল মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘সুপার টুয়েলভে আমরা শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি খেলায় জয়ের খুব কাছাকাছি ছিলাম। কিন্তু আমরা প্রতিপক্ষের কাছে হেরে গেছি। আমি আশা করি, সমর্থকরা আমাদের সমর্থন করে যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


