বিনোদন ডেস্ক : নতুন প্রজন্মের সুন্দরী উদ্ভিন্ন যৌবনা অভিনেত্রী কিয়ারা আদভানি। হালে মুক্তিপ্রতীক্ষিত ‘ইন্দু কী জাওয়ানি’ ছবির জনপ্রিয় আইটেম সঙ হিলিন টুট গ্যায়ি’ এর দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে নতুন দেশি গার্লরূপে উপস্থিত হয়েছেন তিনি। অক্ষয় কুমারের বিপরীতে সম্প্রতি ‘লাক্সমি’ সিনেমায় দেখা গেছে তাকে। তবে বক্স অফিসে হিট তকমা পেতে ব্যর্থ। কিন্তু এ নিয়ে হতাশ নন কিয়ারা। কিয়ারা বলেন, প্রতিটি সিনেমা আমি সমান পরিশ্রম দিয়ে করি। ব্যর্থতা নিয়ে আমি মোটেই হতাশ নই। ফ্লপ সিনেমা তো ক্যারিয়ারের অংশ। আমি কৃতজ্ঞ নির্মাতাদের প্রতি। তারা আমাকে নতুন চরিত্রে কাজের সুযোগ দেন। আমার চেষ্টা থাকে তাদের প্রত্যাশা পূরণ করার।
২০১৪ সালে ‘ফুগলি’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন কিয়ারা। যেটি প্রযোজনা করেন অক্ষয় কুমার। যদিও ফুগলি দিয়ে স্পটলাইটে আসেননি তিনি। ‘এম এস ধনি’ সিনেমা দিয়ে দর্শকদের নজরে আসেন ২৮ বছর বয়সী এই বলিউড তারকা। বর্তমানে ভার্চুয়ালি অভিনীত ছবির প্রচারণা কার্য চালাচ্ছেন কিয়ারা। বলিউডে নায়িকা হিসেবে আত্মপ্রকাশের পর তার ৬ বছর পেরিয়েছে ইতোমধ্যে। ‘ফাগলি’ ছবির মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়েছিল বলিউডে। এরপর ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড, স্টোরি’, ‘মেশিন’, ‘লাস্ট স্টোরিজ’, ‘কলঙ্ক’, ‘কবির সিং’ ছবিগুলোতে তাকে দেখা গেছে।
বর্তমানে হিন্দী সিনেমার দর্শকদের পছন্দের অভিনেত্রী হিসেবে তার নামটি উঠে আসছে বার বার। যে কারণে চিত্রনির্মাতারাও কিয়ারাকে গুরুত্ব দিয়ে নতুন নতুন সিনেমায় কাস্ট করছেন। নতুন বছর কিয়ারার ক্যারিয়ারে সবচেয়ে ব্যস্ত সময় কাটবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।