ব্যস্ত রাস্তায় উল্টে গেল বরযাত্রী বোঝাই বাস (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ডোরিনা ক্রসিংয়ে বরযাত্রী বোঝাই মিনি বাসটি গত ৩০ জানুয়ারি ইউ টার্ন নিতে গিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ২৪ জন আহত হন বলে এপিবি আনন্দ জানিয়েছে।

সম্প্রতি নেটদুনিয়ায় আলোড়ন তুলেছেন তেমনই এক ভিডিও। ভিডিওতে ঘটনার আকস্মিকতায় একদম বাকরুদ্ধ হয়ে যান নেটিজেনরা।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যস্ত ওই রাস্তায় বাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যান চলাচল করছে। পথচারীরাও হেঁটে রাস্তা পার হচ্ছেন। এমন সময় বরযাত্রী বোঝাই ওই বাসটি ইউটার্ন নিতে গিয়ে চোখের পলকে উল্টে যায়।

Dorina Crossing Accident: টার্ন নিতে গিয়ে উল্টাল বাস, দুর্ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল #shorts