Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের পার্লামেন্ট অভিমুখে চলা বিক্ষোভে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধেছে। এতে অন্তত ৫৫ জন আহত হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের সাবেক সামরিক শাসকদের তৈরি সংবিধান সংস্কার ও প্রধানমন্ত্রী প্রায়ূত চান ও-চার পদত্যাগ দাবিতে শুরু হয় এই বিক্ষোভ। গত জুলাইয়ের পর থেকে এটি বড় বিক্ষোভ।
মঙ্গলবারের বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস, জল কামান ছুঁড়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সেসময় তাদের ওপর গুলিও ছুঁড়েছে পুলিশ।
তবে গুলি ছুঁড়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কে গুলি ছুঁড়েছে তারা এই বিষয়টি খতিয়ে দেখছে।
ব্যাংককের ইরাওয়ান মেডিক্যাল সেন্টার জানিয়েছে, অন্তত ৫৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩২ জন টিয়ার গ্যাসে আহত এবং ৬ জন গুলিবিদ্ধ। আল জাজিরা, নিক্কেল এশিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।