জুমবাংলা ডেস্ক : ব্যাংকিং খাতে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত ও ঋণ প্রবাহ ঠিক রাখার ওপর জোর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠানখাতে সুশাসন ফিরিয়ে আনতে এবং ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ৭টি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
দেশে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় সুশাসন রক্ষায় আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের সদ্ব্যবহার নিশ্চিত, সরেজমিন পরিদর্শন, তদারকির কার্যক্রম বাড়াতে তাগিদ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের নির্দেশনার প্রথমটিতে বলা হয়েছে, যে উদ্দেশে ঋণ দেওয়া হয়েছে বা হবে, সেই ঋণ সদ্ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকি করতে হবে।