আন্তর্জাতিক ডেস্ক : একই অফিসের অন্য একজন কর্মচারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার অভিযোগে বরখাস্ত করা হয়েছে রয়েল ব্যাংক অব কানাডার (আরবিসি) চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) নাদিন আহনকে। এর আগে তার বিরুদ্ধে তদন্ত হয়। মিস আহন এই ব্যাংকে যোগ দেন ১৯৯৯ সালে।
তারপর থেকে ধারাবাহিকভাবে কোষাধ্যক্ষ, ঝুঁকি, বিনিয়োগ সম্পর্ক এবং অন্যান্য আর্থিক বিষয়ে ভূমিকা রাখেন। তারপর ২০২১ সালের সেপ্টেম্বরে তাকে বানানো হয় এ ব্যাংকের সিএফও। ৫ই এপ্রিল এক বিবৃতিতে ব্যাংকটি বলে, তারা মিস আহনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সচেতন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এতে প্রমাণ মিলিছে যে, তিনি অন্য একজন কর্মচারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন। এর মধ্য দিয়ে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। ওই সম্পর্কের মাধ্যমে তিনি ওই কর্মচারীকে সুবিধা দিয়েছেন।
তার পদোন্নতিতে ভূমিকা রেখেছেন। ব্যাংকের আর্থিক প্রতিবেদনে তাদের বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ নেই। তা সত্ত্বেও ব্যাংক তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নিয়েছে । এ জন্য তাদের দু’জনকেই চাকরিচ্যুত করা হয়েছে। গ্লোব অ্যান্ড মেইল অন্য কর্মচারীকে ক্যেন ম্যাসন হিসেবে শনাক্ত করেছে। তিনি ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট এবং পুঁজি বিষয়ক প্রধান। তিনি এই ব্যাংকে ২৩ বছর ধরে দায়িত্ব পালন করছিলেন। তার পরিবর্তে ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথেরিন গিবসনকে অন্তর্বর্তী সিএফও নিয়োগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।