জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের উপ-গ্রুপ ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও বাংলার মুখ (বিএম) নামে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ব্যাংকের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটেছে। এতে তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এ ঘটনার জেরে ভিএক্স গ্রুপের সদস্যরা শহীদ আবদুর রব হলের আটটি কক্ষ ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের ভেতরে এ ঘটনার সূত্রপাত। যা পরে শহীদ আবদুর রব হলের সামনে গিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। বিবাদমান দুটি পক্ষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
আহতরা হলেন- ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের এস এইচ শিপন, বাংলা বিভাগের ফাহাদ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সিএসই বিভাগের শাহ আজহার হোসেন। এদের মধ্যে শিপন ভিএক্সের এবং অন্য দুজন বাংলার মুখের সদস্য। আহতদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জাগো নিউজকে জানান চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তৈয়ব।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভাগের পরীক্ষার ফি জমা দিতে ব্যাংকের নির্দিষ্ট লাইনে দাঁড়িয়েছিলেন বাংলার মুখের দুই সদস্য। একই সময়ে ভিএক্সের দুই সদস্য লাইনে না দাঁড়িয়ে জোরপূর্বক ফি জমা দিতে চাইলে এর প্রতিবাদ করেন বাংলার মুখের সদস্যরা। এ সময় ভিএক্সের দুই সদস্য তাদেরকে চড় থাপ্পড় দেন। এ ঘটনার জেরে পরে শহীদ আবদুর রব হলের সামনে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন আহত হন।
এ ঘটনা জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি বলে জানিয়েছেন চবি ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক ও ভিএক্স গ্রুপের নেতা মিজানুর রহমান বিপুল এবং সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ও বাংলার মুখের নেতা আমির সোহেল। তারা বলেন, বিষয়টি মীমাংসা করে দেয়া হয়েছে।
তাদের কথার সঙ্গে সুর মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী জাগো নিউজকে বলেন, দুই পক্ষ বসে বিষয়টা সমাধান করে নিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।