Advertisement
জুমবাংলা ডেস্ক : ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে দুদক।
মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে বগুড়া শহরের বড়গোলা এলাকার যমুনা ব্যাংকের শাখা থেকে সওগাত আরমানকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন। গ্রেপ্তারের পর তাকে বগুড়া সদর থানা হেফাজতে নেয়া হয়। আজ তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
দুর্নীতি দমন কমিশন বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের থেকে জানায়, ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়ার পর প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিলেছে। পরে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সওগাত আরমানকে গ্রেপ্তার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।