জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা বলে অভিহিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মইনুল ইসলাম।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উপদেষ্টা সালমান এফ রহমান ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা। বাংলাদেশে যে পাতানো খেলা চলছে, এতে করে কখনো দেশে খেলাপি ঋণ আদায় হবে না। তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? না হয়নি, আর হবেও না।’
শনিবার (১২ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘ব্যাংকিং খাত নিয়ে উল্টোপাল্টা পদক্ষেপ বন্ধ করুন: ব্যাংকিং সংস্কার কমিশন গঠন করুন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। কেবল অধ্যাপক মইনুল নয়, বৈঠকে উপস্থিত অন্যরাও ব্যাংকিং খাতের বেহাল দশার জন্য সালমান এফ রহমানকে অন্যতম দায়ী হিসেবে অভিহিত করেন।
সালমান এফ রহমানকে ইঙ্গিত করে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘ক্যাসিনোর সম্রাট একজন, ব্যাংকের সম্রাট আরেকজন। আর এই সম্রাট যদি থাকেন, তাহলে কোনো কাজ করা যাবে না। এই সম্রাটকে ধরতে পারলে সবকিছু ঠিক হবে। শেয়ারবাজার তদন্ত প্রতিবেদনে তার নাম সবার ওপরে রেখেছিলাম। তিনি সব জায়গায় লুট করেছেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন বলেন, ‘যুবলীগ নেতা সম্রাট আঞ্জুমানের কাছে ২ কোটি টাকা চাঁদা চেয়েছিল, একবছর কাজ আটকে ছিল। পরে প্রধানমন্ত্রীর কানে এ খবর পৌঁছানোর পর এ সমস্যার সমাধান হয়েছে। তাই রাজনীতিকে কলুষমুক্ত করতে হবে। রাজনীতি যদি শুদ্ধ না হয় তাহলে কিছুই ভালো হবে না। জিডিপিতে উন্নয়ন দেখছি, কিন্তু আমি তো আমাদের অবস্থানের কোনো উন্নয়ন দেখি না।’
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন,কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের বখতিয়ার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ অন্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।