ব্যাংক খাত স্বাভাবিক হতে কত সময় লাগবে, জানালেন গভর্নর

গভর্নর আহসান এইচ মনসুর

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক খাত এক বছরে স্বাভাবিক হয়ে যাবে। তবে ২/৩ বছরের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাবে।

গভর্নর আহসান এইচ মনসুর

বুধবার দ্যা অ্যাসোসিয়েশন অব ব্যাংকারসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মিটিং শেষে গভর্নর এ কথা বলেন।

তিনি বলেন, ব্যাংকিং খাত থেকে বড় রকমের অর্থ বিভিন্নভাবে পাচার করা হয়েছে। দেশের আট ব্যাংক থেকে বেশি পাচার করা হয়েছে। এসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে। আমরা এ তারল্য সংকট নিরসনের চেষ্টা করছি। আমরা সীমিত আকারে তারল্য সাহায্য দেবো। এ তারল্য সহয়তা দিতে দেশের অন্যান্য ভালো ব্যাংক থেকে সাপোর্ট দিতে বলেছি। বাংলাদেশ ব্যাংক সংকটে থাকা ব্যাংকগুলোর ঋণ পাওয়ার ক্ষেত্রে গ্যারান্টার হবে।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে পাচারকারীদের যে সম্পদ রয়েছে সেগুলো উদ্ধার করার চেষ্টা করছি। বিদেশে যে অর্থ পাচার হয়েছে তা ফেরানোর জন্য বিদেশি বিভিন্ন প্রতিনিধির সঙ্গে কথা বলছি।

সচিবদের যেসব নির্দেশনা দিলেন ড. ইউনূস

তিন আরো বলেন, আমরা পাচারকারী ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছি, কোনো প্রতিষ্ঠানের করিনি।

আহসান এইচ মনসুর বলেন, আমরা নতুন করে টাকা ছাপাবো না। তবে তারল্য সংকটে যে ঝুঁকি আছে তা বণ্টন করে দিচ্ছি।