কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রথম দুটি সিজনে কাবিলা, হাবু, পাশা, শুভদের পাশাপাশি নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। চরিত্রটি নিয়ে তিনি পেয়েছিলেন দর্শকের আলাদা মনোযোগ। তবে তৃতীয় ও চতুর্থ সিজনে অনুপস্থিত ছিলেন নেহাল।
অবশেষে এলো তার ফেরার ঘোষণা। ৯ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর আসন্ন পর্বগুলোতে দেখা যাবে নেহাল ওরফে তৌসিফ মাহবুবকে। এসময় উপস্থিত ছিলেন নির্মাতা কাজল আরেফিন অমি, বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান মঞ্জুসহ সিরিজটির অভিনয়শিল্পীরা।
বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রকাশ হচ্ছে। পাশাপাশি প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গের ওটিটি প্ল্যাটফর্মে একসঙ্গে আটটি করে পর্ব উন্মুক্ত করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।