স্পোর্টস ডেস্ক : তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে বুধবারই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এদিন বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চে পৌঁছেছেন টাইগাররা।
পৌঁছেই ৩৫ সদস্যের সবাই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। ফল নেগেটিভ হলে ক্রাইস্টচার্চের লিংকন ইউনিভার্সিটি হাইপারফরম্যান্স সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে যাবে বাংলাদেশ দল।
এ সফরে স্কোয়াডে ঠাঁই পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দলে ডাক পাওয়ার সুখবরেই কঠোর পরিশ্রম শুরু করেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ড সফরে ভালো কিছু করার প্রত্যাশা দেখা গেল সাইফের মুখে।