স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের আগে ভালোই ব্যাটিং অনুশীলন হয়ে গেল মোসাদ্দেক হোসেন সৈকতের। আজ সোমবার মিরপুর শেরে বাংলায় তার ব্যাটে দেখা গেছে বাহারি সব শট। দ্বিতীয় দিনের মতো ম্যাচ পরিস্থিতি সৃষ্টি করে অনুশীলনে নেমে উপহার দিয়েছেন ১৩ বলে অপরাজিত ৪৮* রানের বিধ্বংসী ইনিংস। অন্যদিকে ঝোড়ো ফিফটি উপহার দিয়েছেন আফিফ হোসেন ধ্রুব।
মোসাদ্দেকের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি। অন্যদিকে ২৮ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন আফিফ হোসেন। পাঁচটি বাউন্ডারি এবং তিনটি ছক্কা আসে তার ব্যাট থেকে। আফিফ-মোসাদ্দেকের ব্যাটিং ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে জাতীয় দলের ক্রিকেটারদের সমন্বয়ে গড়া বিসিবি লাল দল।
আজও ওপেনিং সমস্যার সমাধান হয়নি। এনামুল হক বিজয় ১০ বলে ১৩ রান করে আউট হয়ে যান। তার ওপেনিং সঙ্গী মেহেদী মিরাজ অবশ্য ৩৪ বলে ৪৬ রান করেছেন। তার ইনিংসে ছিল তিনটি করে চার ও ছক্কার মার। ১৯ বলে পাঁচ চার এক ছক্কায় ৩০ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। এ ছাড়া মাহমুদ উল্লাহ রিয়াদ করেন ১৩ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে সবুজ দল বিনা উইকেটে ২১ রান করতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।