স্পোর্টস ডেস্ক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বী মিয়াকে সভাপতি এবং ডিসকভারি চ্যানেল খ্যাত সুপারহিউম্যান গ্র্যান্ডমাস্টার এম এ কে ইউরি বজ্রমুনিকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশন।
ফেডারেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমান কমিটি আগামী ৪ বছর ফেডারেশনের দায়িত্ব পালন করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি হয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী মোঃ হামিদ আল মাহবুব, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল বাতেন এবং যুক্তরাজ্য ভিত্তিক লন্ডন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন সিকদার।
‘ব্যুত্থান’ একটি বাংলাদেশি মার্শাল আর্ট এবং কমব্যাট স্পোর্টস। এটি ‘আত্মরক্ষা ও ব্যক্তিগত উন্নয়নের পদ্ধতিগত কলাকৌশল’। ১৯৯১ সালে যাত্রা শুরু হয় বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশনের। ২০১৩ সালে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সরকারি স্বীকৃতি লাভ করে সংগঠনটি। সম্প্রতি ব্যুত্থান ব্রুনাই দারুস সালামে জাতীয়ভাবে অনুশীলনকৃত ক্রীড়ায় অন্তর্ভুক্তি লাভ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।