জুমবাংলা ডেস্ক : ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ঘোষণা দিয়েছে, এখন থেকে ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ন্যূনতম গতি হবে ১০ এমবিপিএস।
ন্যূনতম গতি ৫ থেকে ১০ এমবিপিএসে উন্নীত
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই ঘোষণা দেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।
তিনি জানান, বর্তমানে ৫০০ টাকায় যে ব্রডব্যান্ড সেবা দেওয়া হচ্ছে, তার গতি এখন থেকে ১০ এমবিপিএস হবে।
লক্ষ্য ২০ এমবিপিএস
সংগঠনের লক্ষ্য আগামীতে ব্রডব্যান্ড সেবার সর্বনিম্ন গতি ২০ এমবিপিএসে উন্নীত করা। এজন্য প্রয়োজন লাইসেন্স আপগ্রেডেশন।
দীর্ঘমেয়াদি লাইসেন্স ও বিনিয়োগ আকর্ষণ
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা দাবি করেন, বিনিয়োগ আকৃষ্ট করতে লাইসেন্সের মেয়াদ ১০ বছর করা জরুরি। পাশাপাশি সহজ শর্তে ঋণ প্রাপ্তির সুবিধাও চান তারা।
এসওএফ ফান্ড স্থগিতের আহ্বান
নেটওয়ার্ক আপগ্রেডেশনের জন্য সোশ্যাল অবলিগেশন ফান্ড (এসওএফ) তিন বছরের জন্য স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে।
লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার তাগিদ
ব্যবসায়ীরা বলেন, ব্রডব্যান্ড সেবার বিস্তার ও উন্নয়নের জন্য লাইসেন্সিং প্রক্রিয়া ও নিয়মকানুন সহজ করা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব ও বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী উপস্থিত ছিলেন।
Oppo A5 Pro : নতুন ভ্যারিয়েন্টে উন্মোচিত হলো টেকসই স্মার্টফোন
আইএসপিএবি’র ঘোষণার মাধ্যমে ব্রডব্যান্ড সেবায় একটি বড় পরিবর্তনের সূচনা হলো। এখন থেকে ৫০০ টাকায় ন্যূনতম ১০ এমবিপিএস গতি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এটি ২০ এমবিপিএস করার পরিকল্পনাও রয়েছে। ফলে ব্রডব্যান্ড সেবার মান ও প্রসার উভয়ই বাড়বে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।