স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার রাতে দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘জি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে সেলেসাওরা।
এক ম্যাচে হাতে রেখে দ্বিতীয় রাউন্ডে ওঠে গেছে ব্রাজিল। সেখানে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে পর্তুগাল, ঘানা কিংবা উরুগুয়ে। বাদ দেওয়া যায় না দক্ষিণ কোরিয়াকেও।
ব্রাজিল যদি ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় তাহলে দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানারআপ দল। আর ব্রাজিল যদি রানারআপ হয় সেক্ষেত্রে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে সেলেসাওরা।
‘এইচ’ গ্রুপে বর্তমানে শীর্ষে রয়েছে পর্তুগাল। এক ম্যাচ খেলা রোনালদোদের পয়েন্ট ৩। ঘানার পয়েন্টও ৩, তবে তারা খেলেছে ২টি ম্যাচ। উরুগুয়ে ১ ম্যাচে ১ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে, এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে। তাই তাদের দ্বিতীয় রাউন্ডে ওঠা বেশ কঠিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।