স্পোর্টস ডেস্ক: কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে জরিমানা কবলে পড়েছে ক্রোয়েশিয়া। একই সাথে সার্বিয়ান ফুটবল ফেডারেশনকেও জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। খবর : আল জাজিরা
কাতার বিশ্বকাপে জাতিগত উস্কানিমূলক আচরণের কারণে এই শাস্তি পায় ক্রোয়েশিয়া ও সার্বিয়া। শাস্তি হিসেবে ক্রোয়েশিয়াকে জরিমানা করা হয় ৫০ হাজার ৫৮০ ইউরো আর সার্বিয়াকে ২০ হাজার ২৩০ ইউরো।
জানা যায়, ক্রোয়েশিয়া ও কানাডার মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচে কানাডার গোলরক্ষক মিলান বোরজানকে গালিগালাজ ও কটূক্তি করে ক্রোয়েশিয়ার সমর্থকরা। সেই অভিযোগেরই সত্যতা পায় ফিফা। অন্যদিকে, ড্রেসিংরুমে কসোভোবিরোধী পতাকা টাঙানোর অভিযোগ সার্বিয়ার বিরুদ্ধে।
কানাডার গোলরক্ষক মিলান বোরজানের ক্রোয়েশিয়ার পারিবারিক সম্পর্ক রয়েছে। সেই বিষয়টি উল্লেখ করে তাকে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ করে ক্রোয়েট সমর্থকরা। ফিফা বলছে, ‘বোরজানকে লক্ষ্য করে যে শব্দ ব্যবহার করা হয়েছে তা একটি ক্রীড়া ইভেন্টের জন্য উপযুক্ত নয়।’
অন্যদিকে, গ্রুপ পর্বের ম্যাচে সার্বিয়ান ফুটবলাররা ড্রেসিংরুমে তাদের পার্শ্ববর্তী দেশ কসোভোর মানচিত্র ঢেকে দেন একটি রাজনৈতিক ব্যানার দিয়ে। সেখানে লিখে দেন ‘নো সারেন্ডার’। কসোভো ফিফার সদস্য এবং স্বাধীন দেশ, আর তাই এমন কাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় ফিফা।
সূত্র: : আল জাজিরা
গত ২০ বছর ধরে বিশ্বকাপের নক আউটে ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।