জুমবাংলা ডেস্ক: উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও আশুগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা ভোট গ্রহণ চলবে বিকেলে ৪টা পর্যন্ত।
এ দুই উপজেলার ১৮টি ইউনিয়নের ১৭৯ টি ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদরে ভোটকেন্দ্রের সংখ্যা ১০৫টি ও আশুগঞ্জে ভোটকেন্দ্রের সংখ্যা ৭৪ টি। দুই উপজেলা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৫১৬ জন ও আশুগঞ্জে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৭০ জন। ১৮ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৯ জন প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে আশুগঞ্জ উপজেলায় ৪৪ জন ও সদর উপজেলায় ৪৫ জন চেয়ারম্যান পদে লড়ছেন। এ ছাড়া ২ উপজেলায় সংরক্ষিত সদস্য পদে ১৯০ জন এবং সাধারণ সদস্য পদে ৬শ ৩১ জন প্রতিদ্বন্ধিতা করছেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মো.জিল্লুর রহমান জানান, সকাল আটটা থেকে শান্তি পূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।