Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের ছবির প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ক্যারি সিমন্ডস। গত শনিবার তারা গোপনে বিয়ে করেন। রবিবার তাদের বিয়ের ছবি প্রকাশ করা হয়েছে। বিয়েতে লম্বা সাদা রঙের পোশাক পরেছিলেন ক্যারি সিমন্ডস। মাথায় ছিল ফুলের মুকুট। সুটের সঙ্গে নীল টাই পরেছিলেন বরিস।
শনিবার ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে ছোট্ট আয়োজনে বিয়ে সারেন ৫৬ বছরের বরিস ও ৩৩ বছরের সিমন্ডস। এটি বরিসের তৃতীয় বিয়ে।
২০১৯ সালে একটি দ্বীপে বরিস জনসন ও ক্যারি সিমন্ডস বাগদান সারেন। বরিস ও সিমন্ডসের উইলফ্রেড নামে এক বছরের একটি সন্তান রয়েছে।
২৩ বছর বয়সে ১৯৮৭ সালে প্রথম বিয়ে করেছিলেন বরিস। ১৯৯৩ সালে বিয়ে করেন মেরিনা হুইলারকে। ২০১৮ সালের তাদের ছাড়াছাড়ি হয়। তাদের সংসারে ৪টি সন্তান রয়েছে। হেলেন নামের এক নারী বরিসের আরেক সন্তান স্টেফানির মা।
সূত্র : স্কাই নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



