বাংলাদেশের বিনোদন শিল্পকে আরও এগিয়ে নিতে এবং ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে শিল্পী, কনটেন্ট ও নির্মাতাদের স্বীকৃতি দিতে ইস্পাহানি গ্রুপ ও দ্য ডেইলি স্টার যৌথভাবে আয়োজন করে চলেছে ‘ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’। এবার বসেছিল এই জাঁকজমকপূর্ণ আয়োজনের চতুর্থ আসর।
অনুষ্ঠানটি রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ অনুষ্ঠিত হয়।
বহুল প্রতীক্ষিত এই আয়োজনে শিল্পী, কনটেন্ট নির্মাতা ও নির্মাতাদের প্রতিভা ও সৃজনশীলতার উদযাপন হয়—যার বড় প্রভাব রয়েছে ওটিটি শিল্পে। বৈশ্বিক ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ছিল এর অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার। এই প্লাটফর্মের মাধ্যমে অ্যাওয়ার্ড আয়োজন পৌঁছে গেছে লাখো মানুষের কাছে, আয়োজনের সঙ্গে সম্পৃক্ত করেছে দর্শকদের।
ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড বিনোদন শিল্পের জন্য প্রেরণার বাতিঘর হিসেবে কাজ করছে, উৎকর্ষকে স্বীকৃতি দিচ্ছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মজুড়ে সৃজনশীলতাকে উৎসাহিত করছে। পূর্বের অভূতপূর্ব সফল ধারাবাহিকতায় এ বছরের আয়োজন আবারও প্রমাণ করেছে যে, এই আয়োজন বাংলাদেশের ডিজিটাল গল্প নির্মাতাদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করার শীর্ষ প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
আয়োজনে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পরিচালক ইমাদ ইস্পাহানি, জাহিদা ইস্পাহানি ও ইস্পাহানি টি লিমিটেডের পরিচালক আখতার মাতিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন তেহসিন চৌধুরী ইস্পাহানি। তারা বিজয়ীদের অভিনন্দন জানান এবং বাংলাদেশের বিনোদন খাত ভবিষ্যতে আরও উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে উপস্থাপক ও পারফর্মারদের অংশগ্রহণে। তারকাদের আগমনের সময় লালগালিচায় প্রিয়ন্তী উর্বি ও পার্থ শেখের অভ্যর্থনা বাড়তি মাত্রা যোগ করে।
অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন নাজিবা বাসার ও ইরফান সাজ্জাদ এবং দ্বিতীয় পর্ব উপস্থাপনা করেন রাফসান সাবাব ও আফসান আরা বিন্দু।
চমকপ্রদ পরিবেশনায় মঞ্চ আলোকিত করে রেখেছিলেন তারকারা। পারসা ইভানা ও আলিফিয়া স্কোয়াডের নৃত্য পরিবেশনায় শুরু হওয়া জমকালো আয়োজন সবাইকে প্রাণবন্ত করে তোলে। এরপর মন্দিরা চক্রবর্তী ও সাবিলা নূর তাদের মনোমুগ্ধকর নৃত্যে মোহিত করেন দর্শকদের। সেইসঙ্গে ছিল জেফারের গান ও নাচ।
দর্শক প্রিয়, সমালোচক, সঙ্গীত ও স্বতন্ত্র—এই চারটি বিভাগে মোট ২৭টি ক্যাটাগরিতে পুরস্কার ও দুটি বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের ডিজিটাল বিনোদনের সেরা এই মহোৎসবে।
বিজয়ীদের নাম ও দর্শকপ্রিয় বিভাগ
সেরা অভিনেতা: মোশাররফ করিম
সেরা অভিনেত্রী: পরীমনি
সেরা পার্শ্ব অভিনেতা (সিরিজ): শরাফ আহমেদ জীবন
সেরা পার্শ্ব অভিনেত্রী (সিরিজ): রুনা খান
সেরা পরিচালক (সিরিজ): ভিকি জাহেদ
সেরা পরিচালক (চলচ্চিত্র): কাজল আরেফিন অমি
সেরা চলচ্চিত্র: কাছের মানুষ দূরে থুইয়া
সেরা নাটক/সিরিজ: গোলাম মামুন
সমালোচক বিভাগ
সেরা সিনেমাটোগ্রাফি: ইশতিয়াক হোসেন
সেরা মেকআপ আর্টিস্ট: রুবামা ফাইরুজ
সেরা এডিটিং: সৈয়দ মেহবুব হুসেইন ও সালেহ সোবহান অনীম
সেরা স্ক্রিনপ্লে: কাজী আসাদ
সেরা অভিনেতা: এফ এস নাঈম
সেরা অভিনেত্রী: জিন্নাত আরা
সেরা পরিচালক (চলচ্চিত্র/ নাটক/ সিরিজ): মোহাম্মদ তৈাকির ইসলাম
সেরা চলচ্চিত্র/ নাটক/ সিরিজ: সিনপাট
সেরা পোশাক ডিজাইনার: জান্নাত মৌরি
সেরা শিল্পনির্দেশক: শিহাব নূরুন নবী
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: জাহিদ নীরব
সেরা সাউন্ড ডিজাইন: আদিপ সিং মানিক
সংগীত বিভাগ
সেরা কণ্ঠশিল্পী: মাহতিম সাকিব ও সানজিদা মাহমুদ নন্দিতা
সেরা মিউজিক কম্পোজার: ইমন চৌধুরী
সেরা গীতিকাব্য: সাদাত হোসেন
সেরা মিউজিক (ডিজিটাল প্ল্যাটফর্ম): অ্যাঞ্জেল নূর
স্বতন্ত্র বিভাগ
সেরা কনটেন্ট নির্মাতা (ইনফোটেইনমেন্ট/ পডকাস্ট): সিনজয় সাহা
সেরা কনটেন্ট নির্মাতা (ভ্রমণ/ খাদ্য ও রেসিপি): নাদির অন দ্য গো
বর্ষসেরা কনটেন্ট নির্মাতা: শুভাশীষ ভৌমিক ও নাফিস সেলিম
বিশেষ সম্মাননা
বাংলা চলচ্চিত্রে ২৫ বছরের অবদানের জন্য: মেগাস্টার শাকিব খান
সিনেমাটিক শ্রেষ্ঠত্বে বিশেষ সম্মাননা: ‘উৎসব’
পূজা উপলক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানি করবে অন্তর্বর্তী সরকার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।