জুমবাংলা ডেস্ক : রাজশাহীর পবায় বড় ভাইকে গলা কেটে হত্যা করেছে ছোট ভাই। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের হাড়ুপুরে এই খুনের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের নাম সাকিব হোসেন সাকিব (১৮)। তিনি হাড়ুপুর এলাকার হেলিন আলী ড্রাইভারের ছেলে। নিহতের ছোট ভাই শাকিল হোসেন শিমুল (১৬) বড় ভাই সাকিবকে হত্যা করে পালিয়ে যায় বলে জানিয়েছেন মহানগর পুলিশের কাশিয়াডাঙ্গা জোনের সহকারী কমিশনার উৎপল কুমার চৌধুরী।