গত বছরের ১৫ ডিসেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
ডি ক্রুজ পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্যের বয়স ৯৭ বছর এবং কম বয়সী ব্যক্তিটির বয়স ৭৫। ওই ১২ ভাইবোনের জন্ম পাকিস্তানে। বর্তমানে তারা অবস্থান করছেন কানাডা, লন্ডন, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে। যদিও তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন তবে বছরের বড় ছুটিগুলোতে তারা একত্রিত হওয়ার চেষ্টা করেন।
মহামারির কারণে এক স্থানে জমায়েত না হতে পারলেও প্রতিদিন জুম চ্যাটে সবাই একত্রিত হয়ে প্রার্থনা করেন বলে জানান ওই পরিবারের সদস্য ডি ক্রুজ মেইডেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ তাদের নাম ওঠাকে জীবনের অন্যতম প্রাপ্তি হিসেবে দেখছেন ডি ক্রুজ পরিবারের সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।