
বিনোদন ডেস্ক : মাহি ও আমার জুটি- আমার ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল। সেই ইচ্ছাটা পূর্ণ হচ্ছে আশির্বাদের মধ্য দিয়ে। আমাদের প্রযোজক জেনিফার আপুরে যথার্থ কুশীলব নির্বাচনের ফলেই হয়তো এটা সম্ভব হচ্ছে। একইসাথে ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হলো। খুবই চমৎকার একটি গল্পের ওপর নির্ভর করে এই সিনেমাটা হচ্ছে। বলবো জেনিফার আপুর হাত দিয়ে দর্শকেরা খুব ভালো মানের একটি চলচ্চিত্র উপহার পাবে।
এমনই বলছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। বৃহস্পতিবার দুপুরে কালের কণ্ঠের সাথে আলাপকালে নতুন চুক্তিবদ্ধ হওয়া ‘আশির্বাদ’ ছবি নিয়ে এমনটাই বলছিলেন রোশান।
সরকারি অনুদান পাওয়া ছবি ‘আশীর্বাদ’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন মাহিয়া মাহি। আর এই ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন রোশন-মাহি। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম ‘আশীর্বাদ’। এর প্রযোজক ও কাহিনিকার জেনিফার ফেরদৌস। এটি পরিচালনা করবেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
রোশান বলেন, আমি চলচ্চিত্রের গল্পটা শুনে মুগ্ধ হয়েছি। এরকম ছবির একটা অংশ হতে পেরে আমার ভালো লাগছে। তাছাড়া মাহিকে আমার বিপরীতে আমি নিজেকে খুবই লাকি মনে করছি কেননা মাহিয়া একজন মেগাস্টার এতে কোনো সন্দেহ নেই। প্রথম ছবির চুক্তি অনুষ্ঠানেই তার সাথে আমার চমৎকার বোঝাপড়া হয়ে গেছে।
রোশান বলেন, এখানে আমার চরিত্রের নাম আসাদ। মুক্তিযুদ্ধবিষয়ক গল্প। গল্প তো অবশ্যই বৈচিত্রময়। এর বাইরে এখন কিছুই বলা যাচ্ছে না।
মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির সুবর্ণা চরিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর চরিত্র। মুক্তিযুদ্ধের আগের উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। প্রধান চরিত্রে থাকতে পেরে মাহিও উচ্ছ্বসিত।
রোশানের প্রথম চলচ্চিত্র ‘রক্ত’ মুক্তি পায় ২০১৬ সালে। এতে তাঁর বিপরীতে ছিলেন পরীমণি। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ধ্যাততেরিকি তার দ্বিতীয় চলচ্চিত্র। শামিম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে ছিলেন ফারিন খান, আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়া মাজহার। ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ককপিট। অভিনেতা দেব প্রযোজিত এই ছবিতে তিনি দেবের সাথে পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন। বর্তমানে পরিচালক জুটি ইস্পাহানী-আরিফ জাহানের সুন্দরীতমা চলচ্চিত্রে কাজ করছেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।