বিনোদন ডেস্ক : প্রাণঘাতি ভাইরাস কভিড-১৯ থেকে নিজেকে ও পরিবার পরিজনকে সুরক্ষিত রাখার আহ্বান পৃথিবীর সব দেশের বিভিন্ন মাধ্যমের তারকা-মহাতারকারা নিয়মিত জানিয়ে যাচ্ছেন। দায়িত্ববোধের প্রশ্নে ছাড় দেননি বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের তারকারাও।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশে চলছে সাধারণ ছুটি। এই দীর্ঘ অবকাশে অনেকেই বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ছেন।
আইনশৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতার পড়েও কোনোভাবেই ঘরে আটকে রাখা যাচ্ছে কিছু মানুষকে।
এ সময়ে জনপ্রিয় তারকাদের মতো সামাজিক দায়িত্ববোধ পালন করেছেন রক গুরু জেমস।
ফেসবুকে নিজ ব্যান্ডের অফিসিয়াল পেজে ‘নগরবাউল’-এর জেমস লিখেছেন-
বাঙালি চাইলেই একতাবদ্ধ হয়ে লড়ে যেতে পারে যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে তার প্রমাণ আমরা ৭১-এ দিয়েছি। কিন্তু এবারের লড়াইটা আলাদা, তাই লড়তে হবে একাই!
চলুন সামাজিক দূরত্ব বজায় রাখি এবং সামনের কয়েকটি দিন ঘরেই থাকি!
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel