বিনোদন ডেস্ক : সাময়িক হলেও সালমান খানের নামের পাশ থেকে সরেছিল ‘সিঙ্গল’ তকমা। ‘ভাইজান’-এর রাতারাতি একা থেকে দোকা হওয়া নিয়ে উল্লসিত ছিল ভক্তকূলও। এ সবই হয় নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মহিমায়। সেখানে দেখা গিয়েছিল, হাসিমুখে আংটিবদল করছেন সালমান এবং সোনাক্ষী সিনহা।
সেই ছবি দেখে যদিও বোঝাই যাচ্ছে, প্রযুক্তির কারসাজিতে বর-কনে সাজানো হয়েছে তাদের। এবার এই ভূয়া ছবি নিয়ে মুখ খুললেন ‘দাবাং’ নায়িকা নিজেই।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, আপনারা কি এতটাই বোকা যে আসল এবং কারিকুরি করা ছবির পার্থক্য বুঝতে পারেন না? প্রশ্নের সঙ্গে একাধিক হাসির ইমোজি জুড়ে দিয়েছেন সোনাক্ষী। বুঝিয়ে দিতে চাইছেন, নিজের নকল বিয়ের বিষয়টিকে বিশেষ আমল দিতে চান না তিনি।
তবে এই প্রথম নয়, অতীতেও বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন সোনাক্ষী। ইনস্টাগ্রামের প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী তাকে প্রশ্ন করেছিলেন, সবাই তো বিয়ে করে নিচ্ছে, আপনি কবে করবেন? সোনাক্ষী যা উত্তর দিয়েছিলেন, তা নিয়ে বিতর্কও কম হয়নি। তিনি লিখেছিলেন, সবার তো কোভিডও হচ্ছে। আমি কি সেটাও বাধিয়ে বসব তা হলে?
কোভিডের মতো রোগের সঙ্গে বিয়ের তুলনা ভাল ভাবে নেননি অনেকেই। এই মন্তব্যের জন্য কটাক্ষের মুখে পড়তে হয় সোনাক্ষীকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।