স্পোর্টস ডেস্ক : চলতি দ্বাদশ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দুই ইনিংসে মাত্র এক উইকেটের দেখা পান জাতীয় দলের পেসার রুবেল হোসেন। দেশের হয়ে সর্বোচ্চ গতির এই বোলার ইংল্যান্ডে ছিলেন রঙহীন।
টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৮৩ রান খরচ করেন। এরপর ইন্ডিয়ার বিপক্ষেও নিজেকে মেলে ধরতে পারেননি।
এদিকে বাংলাদেশের বিশ্বকাপ টুর্নামেন্ট শেষ। তাই টাইগাররা এখন যে যার মতো অবকাশ যাপন করছেন। রুবেলও তার ব্যতিক্রমী নন।
তবে এমন সময়ে তার ভক্তদের সুখবর দিলেন স্ত্রী দোলা হোসেন। সোমবার নিজের ফেসবুকে আইডিতে ছবি (প্রতীকী) পোস্ট করে এমনটাই ঈঙ্গিত দেন তিনি।
এর আগে গত ২০১৫ সালের অক্টোবরে (২৪) বিয়ের পীঁড়িতে বসা রুবেল-দোলার কোল জুড়ে শিগগিরই নতুন অতিথির আগমন ঘটছে সেটি বলার অপেক্ষা রাখে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।