বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মহাকাশের এক বিস্ময়কর ঘটনার পুরোটা প্রত্যক্ষ পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, ঘণ্টায় ৩২ লাখ কিলোমিটার বেগে একে অপরকে ধাক্কা দিচ্ছে দুটি ছায়াপথ।
এই ঘটনার সময় শক ওয়েভ তৈরি করছে এ সংঘর্ষ। কোনো জেট ফাইটার যখন শব্দের গতিতে পৌঁছে যায়। তখন যেমন সনিক বুম তৈরি হয়, এ শকওয়েভও অনেকটা তেমন।
স্পেনের লা পালমা দ্বীপে ২ কোটি ইউরো খরচ করে বসানো নতুন ‘উইলিয়াম হার্শেল টেলিস্কোপ এনহ্যান্সড এরিয়া ভেলোসিটি এক্সপ্লোরার’ বা ওয়েভ-এর ওয়াইড-ফিল্ড স্পেকট্রোগ্রাফ ব্যবহার করে এ ঘটনাটি ধারণ করা হয়। ‘ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার’-এর নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল এই পর্যবেক্ষণ করেছেন।
গবেষক ড. মারিনা আরনাউদোভা জানিয়েছেন, ১৮৭৭ সালে আবিষ্কারের পর থেকেই স্টেফান’স কুইন্টেট রীতিমতো মুগ্ধ করেছে জ্যোতির্বিজ্ঞানীদের। এটি অনেকটা ঘটনাবহুল চৌরাস্তা। যেখানে অতীতে ছায়াপথের মধ্যে সংঘর্ষের ফলে ধ্বংসাবশেষের জটিল ক্ষেত্র রয়ে গেছে।”
গবেষকরা বলছেন, ঠাণ্ডা গ্যাসের পকেটের মধ্যে দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাইপারসনিক গতি লাভ করে শকটি। আর এ শক ছায়াপথের পরমাণু থেকে বিভিন্ন ইলেকট্রন বিচ্ছিন্ন করার জন্য যথেষ্ট শক্তিশালী। ফলে এর থেকে তৈরি হয় চার্জওয়ালা গ্যাসের এক উজ্জ্বল পথ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।