আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিভিন্ন শহরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্র তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
দাবানলের উৎস ও বিস্তার
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ এপ্রিল) রাতে মধ্য ইসরাইলের মোশাভ তারুমের কাছে প্রথম দাবানলের সূত্রপাত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে বেইত শেমেশ শহরের বিভিন্ন স্থানে। তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
Table of Contents
বাসিন্দা সরিয়ে নেওয়া ও যান চলাচল বন্ধ
বেইত মেইর, এশতাওল ও মেসিলাত জিওন শহর থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শহরগুলোতে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, আগুন লাইনের কাছে পৌঁছালে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। রেহোভোটের কাছে মহাসড়কে মানুষজনকে হেঁটে পালাতে দেখা গেছে।
উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা
জরুরি পরিস্থিতি সামাল দিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। ছয়টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আইডিএফ সদস্য, উদ্ধার পরিষেবা, ইসরাইলি বিমান বাহিনী এবং পুলিশও সহায়তা করছে।
বেইত শেমেশের উত্তরে প্রায় ১১০টি অগ্নিনির্বাপক দল, ১১টি বিমান ও একটি হেলিকপ্টার আগুন নেভাতে অংশ নিয়েছে।
আহত ও পরিবেশের অবস্থা
দাবানল নেভাতে গিয়ে সাতজন দমকলকর্মীসহ নয়জন আহত হয়েছেন। আগুনের স্থান থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের জেরুজালেমে ধোঁয়ায় আকাশ আচ্ছন্ন হয়ে পড়েছে। বাতাসের মানও হ্রাস পেয়েছে।
রুট বন্ধ ও অনুসন্ধান অভিযান
রুট ১-এর উত্তর দিকে আগুন ছড়িয়ে পড়ছে। রুট ৬-এর কাছে আগুন লাগার পর পেতাহিয়া ও পেদায়া শহরের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ পর্বতারোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
আরও পড়ুন: ৮ দিনের নোটিশে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল—প্রবল তাপমাত্রা, বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে এই দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। শহরের বাসিন্দারা নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিভিন্ন সংস্থা। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং পরিবেশের মান হ্রাস পেয়েছে। ইসরাইলে গ্রীষ্মকালে দাবানল নতুন নয়, তবে এবারকার পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।