বিনোদন ডেস্ক : শেষ বছর এর শেষ ভাগে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব জুড়ে ট্রেন্ডে রইলেন বীরভূমের ‘বাদাম কাকু’ ওরফে ভুবন বাদ্যকর । ভুবন বাদ্যকরের বাঁধা ‘কাঁচা বাদাম’ গান শুধু বাংলা জুড়ে নয়, দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেল বিদেশি শ্রোতাদের কাছেও! ঠিক যেমনভাবে শ্রীলংকান গায়িকা ইয়োহানি ডি সিলভার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ সারা বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছে, তেমনই জনপ্রিয়তা পেয়েছেন ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর।
বীরভূমের বাদাম কাকুর অনেক বড় গুণগ্রাহী হয়ে উঠেছেন বিদেশি সংগীত পরিচালক ডেভিড স্কট। আফ্রিকার এই জনপ্রিয় সংগীত পরিচালক ভুবন বাদ্যকরের গান শুনে মুগ্ধ হয়েছেন। গানের সুর তাকে মোহিত করেছে। সম্প্রতি তিনি সেই গানের রিমেক বানিয়ে ফেললেন। সামাজিক মাধ্যমে সেই গানটি শেয়ার করে সকলকে গানটি শোনার আবেদন জানিয়েছেন তিনি।
আফ্রিকার বিখ্যাত সঙ্গীত পরিচালক ডেভিড স্কট। তিনি ‘কাঁচা বাদাম’ গানটির যে রিমেক বানিয়েছেন তা সামাজিক মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার আর্জি জানিয়েছেন। তার বক্তব্য, এই গানটি প্রত্যেকেরই শোনা উচিত। উল্লেখ্য, এর আগে ভারতের বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা ‘কাঁচা বাদাম’ নিয়ে নিজেদের মতো করে ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন। এবার সেই দলে সামিল হলেন একজন বিদেশী সংগীত পরিচালক।
‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকর খালি গলায় গেয়েছিলেন এই গানটি। সেই গানের সঙ্গে আফ্রিকান সংগীত পরিচালক ড্রাম এবং গিটারের আওয়াজ সংযোগ করে দিয়েছেন। নতুন এক মাত্রা সংযোগ করেছেন তিনি গানটিতে। তাই এই গানটি সংগীত দুনিয়ার কাছে নতুনভাবে জনপ্রিয় হয়েছে। ইতিমধ্যেই হতে শুরু করেছে সেই গান। আফ্রিকান সঙ্গীত পরিচালকের দৌলতে ফের ভাইরাল হলেন ভুবন বাদ্যকর।
উল্লেখ্য, ভুবন বাদ্যকরের গান ব্যবহার করে ভাইরাল হয়ে প্রচুর অর্থ উপার্জন করলেও সেই থেকে খোদ গায়ককে বঞ্চিত রাখছিলেন বহু ইউটিউবার। তবে বিদেশের এই সঙ্গীত পরিচালক কিন্তু এই ভিডিও থেকে ভুবন বাবুকে তার প্রাপ্য টাকা হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।