ভাইরাল সরিষার তেল: উৎপাদনের ১৫ দিন আগেই বাজারে!

জুমবাংলা ডেস্ক : সম্প্রতি সরিষার তেলের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে সরিষার তেলের উৎপাদনের তারিখ লেখা হয়েছে ১ জানুয়ারি ২০২১ সাল। ছবিটিতে তারিখের সংখ্যার অংশটি ফটোশপ করে বসানো কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। তবে ছবিটি ইতোমধ্যেই সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছবিটি পোস্ট করে সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে একজন লিখেছেন, ‘এটা কিভাবে সম্ভব? জন্মের আগেই পৃথিবীতে ক্যামনে?’ তার নিচে একজন উত্তর দিয়েছেন, ‘আপনি যেখানে বসবাস করেন সেখানে সবই সম্ভব, এটা তো সামান্যই।’

প্রচুর প্রতিক্রিয়া এসেছে ছবিটিকে ঘিরে। একজন লিখেছেন, ‘এই হচ্ছে দেশের অবস্থা, উৎপাদনের আগেই পণ্য হাতে চলে আসছে।’ আরেকজন একই কথা লিখেছেন, ‘উৎপাদনের আগেই হাতে পেয়ে গেছি খাঁটি সরিষার তেল।’

সিলেটের একজন চিকিৎসক লিখেছেন, ‘অগ্রিম তৈল মারার ব্যবস্থা করা হয়েছে। ২০২১ সালের তেল ১৫ দিন আগেই জন্ম। বিএসটিআইয়ের অনুমতি মিলেছে। অগ্রিম খাঁটি সরিষার তেলের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা।’

এই ছবি নিয়ে অনেক প্রতিক্রিয়া দেখা গেলেও এটি কোনো প্রতিষ্ঠানের কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল তা বলার অপেক্ষা রাখে না।