ভাগ্য খারাপ, কী আর করার, ফেসবুকে নায়িকা সেজে ঘুরি : নূতন

ভাগ্য খারাপ, কী আর করার, ফেসবুকে নায়িকা সেজে ঘুরি : নূতন

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এবং খ্যাতিমান অভিনেত্রী নূতন। এফডিসিতে ছিল তার তুমুল কর্মব্যস্ততা। এখন অভিনয়ে নিয়মিত নন, এফডিসিতেও তেমন আসেন না। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন এ অভিনেত্রী।

ভাগ্য খারাপ, কী আর করার, ফেসবুকে নায়িকা সেজে ঘুরি : নূতন

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার পর ফেসবুকে নিজের দুটি ছবি পোস্ট করে নূতন লেখেন, ‘সবাই সত্য কথা বলবেন? এখনকার সুপারস্টার নায়িকাদের চেয়ে কি দেখতে খারাপ? আমরা ঠিকমতো মাঠে নামলে, এখনকার সব ফিল্মের প্লেয়ার সাইডে চলে যাবে।’

আক্ষেপ করে এই অভিনেত্রী লিখেছেন, ‘ভাগ্য খারাপ যে, আমাদের উপর নির্ভর করে গল্প হয় না। মা আর খালাতেই সীমাবদ্ধ। কী আর করার, ফেসবুকে নায়িকা সেজে ঘুরি।’

প্রসঙ্গত, দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন নূতন। সত্তর-আশির দশকে সুজাতা, সুচন্দা, কবরী, শাবানা, ববিতার ভিড়ে তিনিও এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়িয়েছেন।

রাস্তায় বসে সবজি বিক্রি করছেন অভিনেত্রী!