ফরিদপুর-৪ আসন থেকে বিচ্ছিন্ন করা দুই ইউনিয়ন আলগী ও হামিরদীকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনে যাত্রীবাহী ট্রেন ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে ট্রেনে আটকা পড়েছেন শত শত যাত্রী এবং সড়ক পথে চলাচলে বাধার কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেনকে আটকানো হয়। বিক্ষুব্ধরা রেলের ওপর গাছের গুড়ি ফেলে রাখায় ট্রেনে থাকা যাত্রীদের কোনো সড়ক বা অন্য বাহনের মাধ্যমে এগোনোর সুযোগ থাকে না। পাশাপাশি, ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ হওয়ায় বাস ও অন্যান্য গাড়ির চলাচলও বন্ধ রয়েছে।
রোববার সকাল ৬টা থেকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড, হামিরদী, মুনসুরাবাদ ও ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় স্থানীয়রা গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন। এতে রাজধানীর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যান চলাচলে বিঘ্ন ঘটে। বিকল্প পথ ব্যবহার করায় যাত্রীদের সময় ও ভোগান্তিও বেড়ে যায়।
অবরোধ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে বিস্তারিত পুলিশ, এপিবিএন ও সেনাবাহিনী মাঠে রয়েছেন। আন্দোলনকারীরা অনড়, তাদের দাবি হলো দুটি ইউনিয়নকে পূর্বের অবস্থায় ফেরত দেওয়া হোক। আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।