জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিভিন্ন ইটভাটায় মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক থেকে মাটি পড়ে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন সড়কের ক্ষতি হচ্ছে। এ ছাড়া বৃষ্টিতে সড়ক কর্দমাক্ত হয়ে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, নীতিমালার তোয়াক্কা না করে ফরিদপুরের বোয়ালমারীতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে টানা হচ্ছে ইট ভাটার মাটি। বৃষ্টি হলেই সড়কে ঝরে পড়া মাটি পিচ্ছিল হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। উপজেলার ১৬টি ইটভাটার মধ্যে ২টি অটোভাটাসহ ৬টি ইটভাটা রয়েছে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে। এসব ইটভাটার মালিকেরা বর্ষা মৌসুমের কথা মাথায় রেখে ইট তৈরির জন্য ফসলি জমির মাটি কেটে এনে সড়কের পাশে স্তুপ করে রাখা হচ্ছে। বৃষ্টির পানিতে এসব মাটির স্তুপ থেকে মাটি ধুয়ে সড়কের ওপর এসে পড়ে। এ কারণে সড়ক পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। প্রতি বছরই এ আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচলকারী, ছোট যানবাহন, মোটরসাইকেল আরোহী এবং পথচারীরা মারাত্মক ভোগান্তির শিকার হন এবং দুর্ঘটনার কবলে পড়েন।
মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আরএমএস ব্রিকস নামের ইটভাটার মাটি মহাসড়ক ঘেঁষে রাখা হয়েছে। ওই ভাটায় ২৫ থেকে ৩০ ফুট উচ্চতার মাটির স্তুপ রয়েছে। মাটি টানার সময় ট্রাক থেকে মাটি উপচে সড়কের ওপর পড়ে এবং ট্রাকের চাকায় লেগে থাকা মাটি সড়কে লেপ্টে ইটভাটার সামনের উভয় দিকের প্রায় আধা কিলোমিটার পর্যন্ত সড়কে মাটির আস্তরণ পড়ে আছে। প্রতিদিন খুচনি (দেশীয় কোদাল) দিয়ে রাস্তা থেকে মাটি খুঁচিয়ে খুঁচিয়ে তোলার চেষ্টা করে দুই জন শ্রমিক। এতে সড়কের বিটুমিন উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে সড়ক দুর্বল হয়ে পড়ছে।