বিনোদন ডেস্ক : অ’ভিনেত্রী মাহিয়া মাহি অনেক ধরেই ভাত খাচ্ছেন না। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি বিষয়টি জানিয়েছেন। শুক্রবার রাতে তিনি একটি ছবির ক্যাপশনে লেখেন, ‘কত্ত দিন ভাই খাই না’। মাহির প্রিয় খাবার হচ্ছে ভাতের সঙ্গে গরুর কালো ভুনা। এই অ’ভিনেত্রী
বলেন,খাবারের তালিকায় এটি পেলে সব ভুলে যাই। অন্য খাবার জলাঞ্জলি দিয়ে ভাতের সঙ্গে গরুর কালো ভুনো পেট পুরে খাই।গরুর কালো ভুনা ছাড়াও ফুচকা, আইসক্রিম বেশি পছন্দমাহিয়া মাহির। যেকোনো ধরনের আচারও ভালো লাগে তার। তেহারী খেতে রাত-বিরাতে বন্ধুরা মিলে প্রায়ই পুরান ঢাকার শাঁখারী বাজারে ঢুঁ মা’রেন। তবে মাহির সবচেয়ে বেশি প্রিয়মায়ের হাতের রান্না। ঢাকাই চলচ্চিত্রের এই তারকা বলেন, যার
যেটা খেতে ইচ্ছেন সেটাই খাবেন, কিন্তু খাবারের পর বিশ্রাম নেয়া যাবে না। কিছুক্ষণ হাঁটতে হবে, সেটা ঘরে হোক বাবাইরে। সপ্তাহে তিন দিন যদি ভা’রী খাবার খাই, তবে দু’দিন হালকা খাবার খেতে হবে। আমি এই নিয়ম মেনে চলি। ঢাকাই চলচ্চিত্রে এন্ট্রি করেই দৃষ্টি কেড়েছিলেন
মাহি। পুরো নামশারমিন আকতার নিপা। ২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহীর চলচ্চিত্রে অ’ভিষেক হয়। তিনি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অ’ভিনেত্রীদের একজন। সম্প্রতি ‘আশীর্বাদ’ নামের একটি সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।