স্পোর্টস ডেস্ক : নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। ছবিতে দেখা যাচ্ছে, ব্যাট হাতে দাঁড়িয়ে ভন কোনোমতে বলকে ঠেকানোর চেষ্টা করছেন।
ছবিতে ভনের ব্যাটিংপোজ নিয়ে কথা না থাকলেও যে পিচে তিনি দাঁড়িয়ে তা দেখে চোখ চড়াকগাছ ক্রিকেটপ্রেমীদের। দেখে মনে হচ্ছে, কোনো একটি মাঠের ভালো পিচকে পাগলামি করে কুপিয়ে ফসলের জমির মতো অবস্থা করে ফেলেছেন ভন। আর সেই নষ্ট পিচেই ব্যাটিং করছেন তিনি। পেছনে পোঁতা তিনটি স্টাম্পকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এ ইংলিশ ধারাভাষ্যকার।
ভনের এই অদ্ভূত কাণ্ড দেখে যে কেউ অবাক হয়ে প্রশ্ন করবেন, স্বাভাবিক আছেন তো এই সাবেক ইংলিশ তারকা?