ভারতকে গুপ্তঘাতক জোটের অংশ বলে সম্বোধন দ্য গার্ডিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে গুপ্তঘাতক জোটের অংশ বলে সম্বোধন করলো ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। এক প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও যুক্তরাজ্য-পাকিস্তানেও কিলিং মিশন চালিয়ে যাচ্ছে ভারত। এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি।

কানাডায় খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা এবং যুক্তরাষ্ট্রে আরেক শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন হত্যাচেষ্টার ঘটনায় ভারতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কূটনৈতিক উত্তেজনা চলছে নয়াদিল্লি ও অটোয়ার মধ্যে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নানা কৌশলে কূটনীতিকদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে নয়াদিল্লি। অন্য দেশে হত্যাকাণ্ড থেকে শুরু করে চাঁদাবাজি, হুমকি-ধামকি এবং জবরদস্তিমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে ভারত বলে প্রতিবেদনে দাবি করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, শুধু যুক্তরাষ্ট্র বা কানাডা নয়, ভারত তাদের অপরাধ কর্মকাণ্ডের জাল বিভিন্ন দেশে ছড়িয়েছে। যুক্তরাজ্য ও পাকিস্তানেও ভারত কিলিং মিশন চালিয়ে যাচ্ছে। এসব দেশের শিখ কর্মীরা গার্ডিয়ানকে জানান, বিভিন্ন সময় তাদের হত্যার হুমকিও দেয়া হয়েছে। তারা মনে করেন, এর পেছনে খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত রয়েছে।

ভারত এসব হত্যাকাণ্ডের পরিকল্পনার জন্য ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে দৃষ্টান্ত হিসেবে মনে করে বলে জানায় গণমাধ্যমটি। হত্যাকারীদেরকে সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডকে অনুসরণ করতে বলে ভারত।

যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করলেও পান্নুন হত্যাচেষ্টা ইস্যুতে দুই দেশের ভূরাজনৈতিক সম্পর্ককে আড়ালে রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দ্য গার্ডিয়ানের আরেক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

গার্ডিয়ানকে বিশ্লেষকরা জানান, যদি ভারত সরকারের বিরুদ্ধে শিখ নেতা হত্যাচেষ্টার অভিযোগের একটিও প্রমাণিত হয়, তবে ভিন্নমতাদর্শীদের ওপর বিজেপির অত্যাচারের সকল অভিযোগ সত্যি হিসেবে প্রমাণিত হবে।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডিসহ পরিবারের ৮ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা