স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২৬ নভেম্বর) ভারতের লক্ষ্মৌর একানা স্টেডিয়ামে যুব ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ভারতের যুবারা। ৪৯ ওভারে অলআউট হওয়ার আগে ১৫২ রান করে ভারতেরযুবারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক শুভং হেজ।
জবাবে ব্যাট করতে নেমে ৪৬.২ ওভারেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। ইমরান মীর করেন সর্বোচ্চ ৩৪ রান।
প্রসঙ্গত, পাঁচ ম্যাচের সিরিজে এটি আফগানিস্তানের প্রথম জয়। সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। পরের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


