Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ভারতীয়দের ‘বাস্টার্ডস’ বলা কিসিঞ্জারের সাথে কীসের এত ভাব মোদীর?
    আন্তর্জাতিক স্লাইডার

    ভারতীয়দের ‘বাস্টার্ডস’ বলা কিসিঞ্জারের সাথে কীসের এত ভাব মোদীর?

    জুমবাংলা নিউজ ডেস্কOctober 25, 2019Updated:October 25, 20195 Mins Read
    Advertisement

    মোদি-কিসিঞ্জারআন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা ছবিটা অনেককেই চমকে দিয়েছিল। খবর বিবিসি বাংলার।

    প্রধানমন্ত্রীর বাসভবনের লনে পাশাপাশি বসে নরেন্দ্র মোদী ও হেনরি কিসিঞ্জার, আর ৯৬ বছরের বৃদ্ধ সজোরে চেপে ধরে আছেন মোদীর হাত – একটু ঝুঁকে পড়ে দুজনে গভীর মনোযোগে কোনও কথাবার্তা বলছেন।

    দিল্লিতে সাত নম্বর জনকল্যাণ মার্গের বাংলোতে প্রধানমন্ত্রীর দেওয়া পার্টিতেই সে রাতে অন্যতম অতিথি ছিলেন কিসিঞ্জার, যিনি এত বয়সেও ভারতে এসেছিলেন জেপি মর্গ্যান ইন্টারন্যাশনাল কাউন্সিলের বৈঠকে যোগ দিতে।

    সেই ছবি টুইট করে নরেন্দ্র মোদী লেখেন, ‘ড: হেনরি কিসিঞ্জারের সঙ্গে দেখা করে আনন্দিত বোধ করছি। আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে তাঁর অবদান একজন পথিকৃতের!’

    এই সেই হেনরি কিসিঞ্জার – মার্কিন কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যার প্রবল ভারতবিরোধী ভূমিকার কথা কারও অজানা নয়।

    কুখ্যাত ‘নিক্সন টেপে’ তো হেনরি কিসিঞ্জারকে বলতে শোনা গিয়েছিল ভারতীয়রা ‘সাচ বাস্টার্ডস’ (এত বড় বেজম্মা), আর ইন্দিরা গান্ধী একজন ‘বিচ’!

    একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চালানো গণহত্যাকেও প্রচ্ছন্ন সমর্থন করে স্বাধীন বাংলাদেশেও তার পরিচয় এক নিন্দিত চরিত্রের।

    আর সেই বাংলাদেশকেই একদা ‘বটমলেস বাস্কেট’ বা ‘তলাবিহীন ঝুড়ি’ বলে কিসিঞ্জারের বর্ণনা তো প্রায় লোকগাথায় পরিণত!

    কাম্বোডিয়ায় বেআইনিভাবে বোমা ফেলে গণহত্যা থেকে চিলিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাত – এমন বহু ঘটনায় বারে বারে নাম জড়িয়েছে কিসিঞ্জারের।

    শীতল যুদ্ধের সময়কার ‘রিয়ালপলিটিকে’র মূর্ত প্রতীক বলেও তাঁকে মনে করেন অনেকেই।

    এহেন হেনরি কিসিঞ্জারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর অন্তরঙ্গতার ছবি তাই অনেকেরই চোখ কপালে না তুলে পারেনি।

    শীতল যুদ্ধের পর্বে ভারতের কূটনীতিকের দায়িত্ব পালন করা দেব মুখার্জি যেমন বিবিসিকে বলছিলেন, “রাজনীতি আর কূটনীতিতে যে আসলে সবই সম্ভব, এই ছবিটা বোধহয় তার প্রমাণ।”

    “ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সময় প্রধানমন্ত্রী কিসিঞ্জারের পুরনো ইতিহাস, ভারতের সঙ্গে তার সম্পর্ক – এগুলো আদৌ মনে রেখেছেন বলে তো মনে হয় না!”

    তবে দেব মুখার্জির সেই সঙ্গেই বলতে দ্বিধা নেই, “হেনরি কিসিঞ্জারের একটা সাঙ্ঘাতিক ‘অরা’ বা ‘ইমেজ’ আছে, সেটাও কিন্তু অস্বীকার করা যাবে না। আর তিনি যা করেছেন, আমেরিকার জাতীয় স্বার্থেই করেছেন এই যুক্তিটাও তার পক্ষে দেওয়া যায়।

    “হতে পারে, আন্তর্জাতিক কূটনীতির ‘চাণক্য’ হিসেবে সম্মান তিনি অর্জন করেছেন, ভারতের প্রধানমন্ত্রীও সেই সমীহটুকুই হয়তো তাকে দিয়েছেন – এর বেশি কিছু নয়!”

    অবশ্য প্রবীণ এই সাবেক কূটনীতিক নরেন্দ্র মোদীকে কিছুটা ‘বেনিফিট অব ডাউট’ দিতে রাজি।

    তবে ঢাকায় পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ আবার মনে করছেন, এ থেকে বোঝা যায় নরেন্দ্র মোদী বা ডোনাল্ড ট্রাম্পের মতো রাজনীতিকরা ‘মিডিয়া অ্যাটেনশনকে’ই আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

    “মানুষ কী ভাবল না-ভাবল, আবহমান কাল ধরে একটা দেশ কী নীতি অনুসরণ করে আসছে – সেগুলোর চেয়ে এই নেতাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল মিডিয়া কীভাবে তাদের তুলে ধরছে, বা সোশ্যাল মিডিয়াতে তারা নিজেদের কীভাবে তুলে ধরতে পারছেন!”

    “ঠিক এই কারণেই হয়তো নরেন্দ্র মোদী এক মুহুর্ত না-ভেবেই হেনরি কিসিঞ্জারের সঙ্গে ছবি পোস্ট করতে পারেন, আর ডোনাল্ড ট্রাম্পও মাঝরাতেই হোক বা সাতসকালে – অনর্গল টুইট করে যান”, বলছিলেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।

    তিনি আরও মনে করছেন, গত মাসেই টেক্সাসে গিয়ে নরেন্দ্র মোদী যেভাবে কার্যত ডোনাল্ড ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচার করে এসেছেন এবং সেখানে ভারতের চিরকালীন পররাষ্ট্রনীতির কোনও তোয়াক্কা করেননি – হেনরি কিসিঞ্জারের সঙ্গে ছবিতেও তার সেই ‘থোড়াই কেয়ার মনোভাবই’ প্রতিফলিত হয়েছে।

    বাংলাদেশের মানুষ যে একাত্তরে তাঁর ভূমিকার জন্য হেনরি কিসিঞ্জারকে আজও ক্ষমা করতে পারেনি, সে কথা জানিয়ে ইমতিয়াজ আহমেদ আরও বলছিলেন, “আজ এই দেশ অর্থনীতিতে কতটা উন্নতি করেছে, সেটা বোঝাতেও বারবার টেনে আনা হয় কিসিঞ্জারের সেই বটমলেস বাস্কেটের উপমা।”

    “ফলে তিনি চাইলেও বাংলাদেশ তাকে আজও ভুলতে পারে না।”

    ঘটনা হল, নরেন্দ্র মোদীর বাড়ির লনে যে পার্টিতে হেনরি কিসিঞ্জার ছিলেন – সেখানে মহাতারকাদের ভিড়ে তিনি একাই নন, আরও ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার, সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কন্ডোলিজা রাইস, সাবেক অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট গেটস-ও।

    ব্রিটেনের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা এক নিবন্ধে এই সমাবেশকেই কটাক্ষ করে বলেছে ‘মাস্টারস অব ওয়ার : আর্কিটেক্টস অব মডার্ন কনফ্লিক্টস সে চিজ ফর ক্যামেরা’!

    যে শিরোনামের অনুবাদ করা যেতে পারে এভাবে – ‘যুদ্ধবাজ নেতারা : আধুনিক সব সংঘাতের স্থপতিরা যখন ক্যামেরার সামনে হাসিমুখে!”

    হেনরি কিসিঞ্জার তো আছেনই – নরেন্দ্র মোদীর টুইট করা আর একটি ছবিতে হাসিমুখে তাদের সাথে দেখা যাচ্ছে ব্লেয়ার-রাইস-হাওয়ার্ড-গেটসকেও, যাদের সবাই কুখ্যাত ইরাক যুদ্ধের সঙ্গে কোনও না কোনওভাবে জড়িত ছিলেন।

    গার্ডিয়ানে ওই নিবন্ধটির লেখক জুলিয়ান বোর্গার লিখছেন, “এই ব্লেয়ার বা কন্ডোলিজা রাইসরাই যখন ক্ষমতায় ছিলেন, তখন গুজরাটে মুসলিম-বিরোধী দাঙ্গায় হাজার মানুষ নিহত হওয়ার পর তাদের দেশের সরকারগুলো মোদীকে বিলেত-আমেরিকায় ভিসা দিতে অস্বীকার করেছিল।”

    “এখন দেখে মনে হচ্ছে সে সব কবে চুকেবুকে গেছে – আর হেনরি কিসিঞ্জারের সঙ্গে নরেন্দ্র মোদীর ছবিতে প্রধানমন্ত্রীর চোখের দৃষ্টিও যেন বলছে, তিনি ওই প্রবীণ ‘স্টেটসম্যান’কে আপাতদৃষ্টিতে ক্ষমা করে দিয়েছেন!”

    অথচ এই হেনরি কিসিঞ্জারই পাকিস্তানের সেই স্বৈর-শাসকদের নিরন্তর সমর্থন করে গেছেন, যারা সাবেক পূর্ব পাকিস্তানে অন্তত তিরিশ লক্ষ মানুষের নির্মম গণহত্যার জন্য দায়ী – মনে করিয়ে দিয়েছেন জুলিয়ান বোর্গার।

    বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার সেই গণহত্যা নিয়ে লেখা ‘ব্লাড টেলিগ্রাম’ বইয়ের লেখক গ্যারি বাস-ও তাই কটাক্ষের সুরে বলেছেন, “অথচ মোদী যদি (কিসিঞ্জিারের ওপর) রুষ্ট হতে চাইতেন, তার কাছে কিন্তু রসদের অভাব ছিল না!”

    ভারতের ‘স্ক্রোল’ পোর্টালও নরেন্দ্র মোদী-হেনরি কিসিঞ্জারের হৃদ্যতার এই ছবিটি সামনে আসার পর মনে করিয়ে দিয়েছে, ১৯৭১-র জুলাইতে এই কিসিঞ্জারই যখন ভারত সফরে আসেন, সে সময়কার ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম তাঁকে মুখের ওপর স্পষ্ট বলেছিলেন, “পাকিস্তান এতটা বাড়াবাড়ি করার সাহস পাচ্ছে স্রেফ আপনাদের জন্য।”

    কিসিঞ্জার কলকাঠি নাড়াতেই আমেরিকার সে সময়কার বৃহত্তম এয়ারক্র্যাফট ক্যারিয়ার নিয়ে একটি মার্কিন নৌবহর যে বঙ্গোপসাগরে ঢুকে পড়েছিল, নিবন্ধে উল্লেথ করা হয়েছে সে কথাও।

    যে পাকিস্তান-বিরোধিতা নরেন্দ্র মোদীর বিদেশ নীতির অন্যতম প্রধান স্তম্ভ, সেই তিনিই কীভাবে হেনরি কিসিঞ্জারের সঙ্গে এভাবে ছবি তুলে টুইট করতে পারেন – সঙ্গত কারণেই এ প্রশ্ন তাই অনেককে ধন্দে ফেলেছে।

    স্ক্রোলের মতে এর উত্তরটা হল : অসঙ্গতি নয়, বরং এই ‘পলিটিক্স অ্যাজ স্পেকট্যাকল’ কিংবা ‘ফোটো-অপরচুনিটি’টাই নরেন্দ্র মোদীর ‘ডিফল্ট মোড’।

    সোজা কথায়, দৃশ্যটার অভিঘাতই এখানে মূল রাজনীতি, ভেতরে তার যে বৈপরীত্যই লুকিয়ে থাকুক না কেন!

    Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.
    Related Posts
    Priyanka Gandhi

    গাজায় গণহত্যা নিয়ে মোদি সরকারের নীরবতা ‘লজ্জাজনক’: প্রিয়াঙ্কা গান্ধী

    August 12, 2025
    Nahid Islam

    জুলাই সনদে এক পার্সেন্টও ছাড় দেয়া হবে না : নাহিদ

    August 12, 2025
    Malaysia

    ৩২ দেশের শিক্ষার্থীদের কাজের সুযোগ দিচ্ছে মালয়েশিয়া, নেই বাংলাদেশ

    August 12, 2025
    সর্বশেষ খবর
    Samsung Galaxy S23 Ultra: Price in Bangladesh & India with Full Specifications

    Samsung Galaxy S23 Ultra: Price in Bangladesh & India with Full Specifications

    Itel P55 5G: Price in Bangladesh & India with Full Specifications

    Itel P55 5G: Price in Bangladesh & India with Full Specifications

    Huawei P60 Pro: Price in Bangladesh & India with Full Specifications

    Huawei P60 Pro: Price in Bangladesh & India with Full Specifications

    Whirlpool Jet Crisp Microwave: Price in Bangladesh & India with Full Specifications

    Whirlpool Jet Crisp Microwave: Price in Bangladesh & India with Full Specifications

    Sharp AI Inverter AC: Price in Bangladesh & India with Full Specifications

    Sharp AI Inverter AC: Price in Bangladesh & India with Full Specifications

    SSTU

    সাদা পাথর লুট ও পরিবেশ ধ্বংসের ঘটনায় শাবিপ্রবিতে প্রতিবাদ

    New Bajaj Pulsar NS160 Launches with LED DRLs, Digital Display from ₹1.39L

    New Bajaj Pulsar NS160 Launches with LED DRLs, Digital Display from ₹1.39L

    Electric Bike vs Petrol Bike Cost: Ultimate Savings Breakdown

    Electric Bike vs Petrol Bike Cost: Ultimate Savings Breakdown

    Crunchyroll Adds 50,000+ Anime Episodes to Delta In-Flight Entertainment

    Crunchyroll Adds 50,000+ Anime Episodes to Delta In-Flight Entertainment

    U2 Band Members Release Statements on Israel-Gaza Conflict

    U2 Band Members Release Statements on Israel-Gaza Conflict

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.