২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে ভারতীয় নাগরিকদের সর্বাধিক বিতাড়নের ঘটনা ঘটেছে সৌদি আরবে—এমন তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রে অভিবাসন কড়াকড়ি থাকলেও, সৌদি আরব থেকে ভারতীয়দের বিতাড়নের সংখ্যা আমেরিকার তুলনায় অনেক বেশি।

সংসদে লিখিত উত্তরে দেশটির প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, বিদেশে ভারতীয়দের আটক ও বিতাড়নের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ভিসা বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান, ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা, শ্রম আইন লঙ্ঘন, নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়া এবং দেওয়ানি বা ফৌজদারি মামলায় জড়ানো।
দেশটির সরকারি তথ্যমতে, সৌদি আরব থেকে ভারতীয়দের বিতাড়নের সংখ্যা ছিল—২০২১ সালে ৮,৮৮৭ জন, ২০২২ সালে ১০,২৭৭ জন, ২০২৩ সালে ১১,৪৮৬ জন, ২০২৪ সালে ৯,২০৬ জন এবং ২০২৫ সালে (এখন পর্যন্ত) ৭,০১৯ জন।
অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। ওয়াশিংটন ডিসি-ভিত্তিক ভারতীয় মিশনের তথ্য অনুযায়ী—২০২১ সালে ৮০৫ জন, ২০২২ সালে ৮৬২ জন, ২০২৩ সালে ৬১৭ জন, ২০২৪ সালে ১,৩৬৮ জন এবং ২০২৫ সালে ৩,৪১৪ জন।
যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর যেমন সানফ্রান্সিসকো, নিউইয়র্ক, আটলান্টা, হিউস্টন ও শিকাগো থেকে বিতাড়নের সংখ্যা সাধারণত দুই অঙ্ক বা কম শতকের মধ্যেই রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিতাড়ন হয়েছে ওয়াশিংটন ডিসি (৩,৪১৪) এবং হিউস্টন (২৩৪) থেকে।
এছাড়া ভারতীয়দের উল্লেখযোগ্য সংখ্যায় বিতাড়ন হয়েছে মিয়ানমার (১,৫৯১ জন), সংযুক্ত আরব আমিরাত (১,৪৬৯ জন), বাহরাইন (৭৬৪ জন), মালয়েশিয়া (১,৪৮৫ জন), থাইল্যান্ড (৪৮১ জন) এবং কম্বোডিয়া (৩০৫ জন) থেকে।
দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না: উপদেষ্টা আদিলুর
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার ও প্রত্যাবাসনে সক্রিয় ভূমিকা নেয় ভারতীয় মিশনগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


