জুমবাংলা ডেস্ক : বায়ু দূষণের কারণে বিশ্বে মানুষের গড় আয়ু মাথাপিছু দুই বছর কমেছে। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষের গড় আয়ু কমেছে পাঁচ বছর পর্যন্ত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের (ইপিআইসি) এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স এ প্রকাশিত তথ্যে এই চিত্র দেখা গেছে।
গবেষণা অনুযায়ী, প্রতিবেশী ভারতে মানুষের গড় আয়ু কমেছে সবচেয়ে বেশি ১০ বছর করে। আর দূষণের কারণে গড়ে ৭ বছর করে আয়ু হারাচ্ছে বাংলাদেশিরা।
জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলোর একটি বায়ু দূষণ। গবেষণা অনুসারে, বায়ু দূষণের কারণে বছরে ৯০ লাখ মানুষের মৃত্যু হয়। গবেষকরা বলছেন, বিশুদ্ধ বায়ু বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু বাড়াতে পারে। এ জন্য মানুষকেই পদক্ষেপ নিতে হবে। সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।